ইসরায়েল-আমিরাত এক হয়ে লড়বে করোনার বিরুদ্ধে
ইসরায়েল যখন ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের জন্য উঠেপড়ে নেমেছে, তখন মুসলিম দেশ হয়েও ইহুদি রাষ্ট্রটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অথচ দেশ দুটির মধ্যে অফিশিয়াল কূটনীতিক সম্পর্কেরই রেওয়াজ নাই!
করোনাভাইরাস ইস্যুতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক যেন ভিন্ন মাত্রা পেয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় দেশ দুটি সঙ্গে কাজ করবে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। কভিড-১৯ প্রতিরোধে সম্মিলিতভাবে গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন করবে উভয় দেশ।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “গবেষণা, উন্নয় ও প্রযুক্তিগত ক্ষেত্রগুলোতে এই সহযোগিতা হবে। উদ্যোগটি এই অঞ্চল জুড়ে স্বাস্থ্য নিরাপত্তার উন্নয়ন ঘটাবে।”
এই পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে এমন বিবৃতি আসার কয়েক ঘণ্টার মধ্যেই খবরটি নিশ্চিত করা হয়েছে আরব আমিরাতের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডব্লিউএএম।
“কভিড-১৯ মোকাবিলায় গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রাইভেট প্রতিষ্ঠান ইসরায়েলের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।”
“কভিড-১৯ থেকে এই অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গঠনমূলক সহযোগিতার অংশ হিসেবেই এই বিজ্ঞানগত ও চিকিৎসা সংক্রান্ত চুক্তি।”
তবে চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম বা অন্য কোনো তথ্য তাৎক্ষণিক উল্লেখ করেনি ইসরায়েল ও আমিরাতের কেউই।
জর্ডান ও মিশর ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক নেই অন্যান্য আরব দেশগুলোর। কিন্তু ইরানের সঙ্গে টানাপোড়েন সাম্প্রতিক বছরগুলোতে চির শত্রু ইহুদি দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা চালাচ্ছে আরব্য অঞ্চলের অধিকাংশ দেশ।
নেতানিয়াহু তার বিবৃতিতে বলেছেন, “আমরা আমাদের শত্রুদের দমন করে এবং আমাদের বন্ধুদের আরও কাছে টেনে আরও শক্তিশালী হয়ে উঠব।”
বৈশাখী নিউজ/ জেপা