বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

আপডেট: June 28, 2020 |

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। দেশে দেশে সংক্রমণ রোধে নানাধরনের পদক্ষেপ নেওয়া হলেও প্রাণঘাতি ভাইরাসটির দাপট কমছে না। এরই মধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ।

শনিবার (২৭ জুন) দিনগত রাত ১টায় করোনা পরিস্থিতির আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ১ কোটি ৭ হাজার ৯৯০ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ১০২ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৪১ হাজার ৩৫৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪০ লাখ ৯৩ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন ৫৭,৭০০ জন।

করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটি মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮২ হাজার ৯৫৯ জন। মারা গেছে ১ লাখ ২৭ হাজার ৯৮৬ জন। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন, মারা গেছে ৫৬ হাজার ১৯৭ জন।

করোনায় আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। তবে দেশগুলোর তুলনায় সেখানে মৃতে হার কম। রাশিয়ায় করোনায় মোট মারা গেছে ৮ হাজার ৯৬৯ জন।

প্রতিবেশি দেশ ভারত করোনা আক্রান্তের বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন। এরই মধ্যে সেখানে করোনায় মারা গেছে ১৬ হাজার ১০৩ জন।

করোনায় আক্রান্তের বিশ্ব তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ২৫০ জন, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৫১৪ জনের।

ইউরোপের স্পেন, ইতালি, ফ্রান্স ও জামানিতে এরই মধ্যে করোনার প্রকোপ কমে এসেছে।

ওয়ার্ল্ডোমিটারের করোনা আক্রান্ত দেশগুলোর বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭ তম। দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্য ১ লাখ ৩৩ হাজার ৯৩৮ জন। এরই মধ্যে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬৯৫ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর