রাজাবাজারের লকডাউন মধ্যরাতে শেষ হচ্ছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষামূলক লকডাউনের অংশ হিসেবে রাজধানীর পূর্বরাজাবাজার লকডাউন ঘোষণা করা হয়। ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে তুলে নেয়া হচ্ছে লকডাউন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।

করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ৯ জুন মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ১৪ দিনের জন্য পরীক্ষামূলক লকডাউন করা হয়। তবে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

শুরুতে এ এলাকায় ১৪ দিনের জন্য লকডাউন করা হলেও ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ২৩ জুন লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। ফলে আজ ৩০ জুন মধ্যরাতে শেষ হচ্ছে ২১ দিনের লকডাউন।

লকডাউন নিশ্চিত করতে পূর্বরাজাবাজার এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। লকডাউন চলাকালীন এ এলাকায় ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ থাকে। বাসিন্দাদের নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে অনলাইনে পণ্য সরবরাহ করার পাশাপাশি স্বেচ্ছাসেবকরা বাসিন্দাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন নিত্যপণ্য।

বৈশাখী নিউজইডি