আবুধাবী থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি
আপডেট: July 1, 2020
|
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে সেখানে আটকে পড়া ১৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। কোভিড-১৯ এর কারণে তারা আটকে পড়েছিলেন। আজ বুধবার তাদের বহনকারী ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট রাত ২টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছেন।
আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশি।
বৈশাখী নিউজ/ / ফারজানা