যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ডসংখ্যক আক্রান্ত

আপডেট: July 2, 2020 |

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।

তাতে করে নতুন করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে বুধবার (১ জুলাই)। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এদিন ৪৮ হাজার ৪৭৭ জন আক্রান্ত হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে।

আরিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, তেনেসি ও টেক্সাস রাজ্যে বুধবার রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। জনবহুল ক্যালিফোর্নিয়া রাজ্যে এদিন ৯ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় লকডাউন তোলার যে পরিকল্পনা করছিল রাজ্য সরকার সেটা থেকে সরে এসেছে তারা। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে ডাইনিং রুম, রেস্টুরেন্ট, বার ও অন্যান্য ইনডোর সুযোগ-সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হয়েছে অন্যান্য রাজ্যেও।

গেল ২৬ জুন যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪৫ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছিল। বুধবার সেটাকে ছাড়িয়ে আক্রান্ত হল ৪৮ হাজার ৪৭৭ জন। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লাখ ৭৮ হাজার ৫০০ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮৯ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর