বেনাপোলে এক বাংলাদেশি নিহত বিএসএফের গুলিতে
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ওই বাংলাদেশি নিহত হন বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
নিহত রিয়াজুল (৩১) বেনাপোল বন্দর থানার ধাণ্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের ছেলে।
নিহত রিয়াজুল একজন মাদক ব্যবসায়ী দাবি করে বিজিবি জানায়, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
লাশের পাস থেকে পাঁচ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যদের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে নিহতের লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়।
ধান্যখোলা গ্রামের লোকজন সকালের দিকে মাঠে কাজ করতে গেলে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।
বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বৈশাখী নিউজ/ জেপা