করোনা শনাক্ত দিনাজপুরে আরও ৩৭ জন

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। পার্বতীপুরেও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ৪৮৬ জন, নারী ১৬১ জন ও শিশু ২৮ জন রয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৯ জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৫০ জন।

এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিধবা মোহনা। ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মোহনা করোনা উপসর্গ নিয়ে ৩০ জুন হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। বৃহস্পতিবার রাতেই তার নমুনার রিপোর্টে করোনায় পজিটিভ আসে।

অপরদিকে পার্বতীপুরের মোস্তাক হোসেন নামে করোনা উপসর্গ নিয়ে ২৯ জুন নিজ বাড়ীতে মারা যান। পরে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং বৃহস্পতিবার রাতে রিপোর্ট করোনায় পজিটিভ আসে।

বৈশাখী নিউজজেপা