পরলোকে বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো

আপডেট: October 29, 2020 |

কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক হায়দার আনোয়ার খান জুনো (৭৬) আর নেই। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১ মেয়ে, ১ ছেলে ও ৩ নাতি রেখে গেছেন।
জুনো, কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণোর ছোট ভাই।
কমিউনিস্ট নেতা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক হায়দার আনোয়ার খান জুনো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর রাতে নিউমোনিয়ার মধ্যেই হার্ট অ্যাটাক হওয়ায় হায়দার আনোয়ার খানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর মেয়ে অনন্যা লাবণী ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার বাবা হায়দার আনোয়ার খান জুনো ১৫ সেপ্টেম্বর রাত হতে সিভিয়ার নিউমোনিয়া ও পরবর্তীতে হার্ট আ্যটাক নিয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল ও আনস্টেবল। হার্ট, লাং ও কিডনির ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। সবাই ওনার জন্য প্রার্থনা করবেন।’

 

Share Now

এই বিভাগের আরও খবর