দেশে দুর্ভিক্ষ আনতে চক্রান্ত চালাচ্ছে বিএনপি: কাদের

আপডেট: May 12, 2024 |
inbound5412426280656179025
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনা করছে জানিয়ে আওয়ামী লীগের সধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে দুর্ভিক্ষ আনতে দেশ ও দেশের বাইরে বিভিন্ন মহলে চক্রান্ত চালাচ্ছে বিএনপি। ’

রোববার (১২ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিষেধাজ্ঞা দিতে নয়, সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ডোনাল্ড
লু সরকারের সাথে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে। ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। ’

‘আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কোন অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে, তা তাকে পরিষ্কার করে বলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। তারা এমন এক নির্বাচন কমিশন চায়, যারা তাকে নির্বাচনে আসলে বিজয়ের গ্যারান্টি দেবে। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না।

২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। ’

Share Now

এই বিভাগের আরও খবর