পিএসজি শিবিরে দুঃসংবাদ, তিন ম্যাচে নেই নেইমার

সময়: 12:11 pm - October 31, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

পিএসজি শিবিরে এলো বড় দুঃসংবাদ! পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোটে তাদের পরবর্তী তিন ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নেইমার। শুক্রবার পিএসজি টিভিকে কোচ টমাস টুখেল জানান, আন্তর্জাতিক বিরতির আগে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে আর পাচ্ছেন না তারা।

“আমরা দুঃখিত। তার অ্যাডাক্টরে ছোট চোট রয়েছে। সে আন্তর্জাতিক বিরতির পর ফিরবে।”
আন্তর্জাতিক বিরতির আগে শনিবার থেকে এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলবে পিএসজি। লিগ ওয়ানে তাদের প্রতিপক্ষ নঁত ও রেন আর চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লাইপজিগের মাঠে।

কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আগামী দুই ম্যাচেও নেইমারের খেলা নিয়ে শঙ্কা আছে। টুখেল অবশ্য খেলার কোনো সম্ভাবনাই দেখছেন না।

“আমার মনে হয়, সে ব্রাজিলের হয়ে খেলতে পারবে না। যদি সব ম্যাচে সে খেলে, তার অর্থ হবে সে চোট পায়নি, কিন্তু চোট পেয়েছে। সে বিরতির পর ফিরবে।”

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর