চট্টগ্রামের সাবেক মেয়র করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

আপডেট: November 3, 2020 |
print news

চট্টগ্রামের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।

মঙ্গলবার সকালে পাঁচলাইশ এলাকার বেসরকারি পার্কভিউ হাসপাতালে তিনি ভর্তি হন বলে জানান তার ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ।

“সাবেক মেয়র কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।”

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বলেন, “আ জ ম নাছির উদ্দিন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হালকা জ্বর ও কাশি রয়েছে।

“তার নমুনা সংগ্রহ করা হয়েছে, রাতে এর রিপোর্ট পাওয়া যাবে।”

গত ৫ অগাস্ট সাবেক হওয়া মেয়র আ জ ম নাছির করোনাভাইরাস মহামারীর সময়ে দল ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশ নিয়েছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর