বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হচ্ছে হেলিকপ্টার

আপডেট: November 7, 2020 |

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা বৃদ্ধির লক্ষ‌্যে এ বাহিনীতে যুক্ত হচ্ছে দুটি হেলিকপ্টার।সী‌মান্ত ও দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো এবং মাদকসহ অন‌্যান‌্য পণ‌্যের চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যদের সাহায্য করবে এই হেলিকপ্টারগুলো।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির এয়ার উইংয়ের এ দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের জন‌্য পিলখানায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, রাশিয়া থেকে অত্যাধুনিক দুটি হেলিকপ্টার কেনা হয়েছে বিজিবির জন্য। এই প্রথম বিজিবিতে হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর