ফতুল্লায় আগুনে পুড়ল ২৫ ঘর

সময়: 9:46 am - November 27, 2020 | | পঠিত হয়েছে: 1 বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে অন্তত ২৫টি ঘর। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে মুসলিমনগরে নয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় টিনশেডের কাঁচাঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘প্রায় ২৫টি টিনশেডের কাঁচাঘর আগুনে পুড়ে গেছে। সরু সড়কের কারণে ঘটনাস্থলে পানির ট্যাঙ্কগুলো প্রবেশে কিছুটা অতিরিক্ত সময় লেগেছে। পরে তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল অথবা ধুপ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর