কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে

আপডেট: November 27, 2020 |

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের হোটেলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আটটি হোটেল, চারটি পাইকারি চালের দোকান, তিনটি ফার্মেসি, দুটি মুদির দোকান, দুটি হোমিও ওষুধের দোকান, একটি করে কনফেকশনারি, সার্জিক্যাল, চশমা ও ইলেকট্রনিকসের দোকান পুড়ে ছাই হয়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আশপাশের দোকানগুলো রক্ষা পায়।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. ফয়েজ আহমেদ বলেন, তাঁরা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর