পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসবে আগামীকাল

আগামীকাল শুক্রবার পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসবে। সেতুর ১১ ও ১২ নম্বর পিয়ারে ৪০তম স্প্যান বসানো হবে। এতে দৃশ‌্যমান হতে ৬ কিলোমিটার। এরপর বাকি থাকবে মাত্র একটি স্প্যান।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী(মূল সেতু) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূল থাকলে আর কারিগরি জটিলতা দেখা না দিলে ৪ ডিসেম্বর সকালে পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসানো হবে।

এর আগে গত ২৭ নভেম্বর সর্বশেষ ৩৯তম স্প‌্যান বসানো হয়। তার পাশেই ১১ ও ১২ নম্বর পিয়ারে বসানো হবে নতুন স্প্যান। বৃহস্পতিবার এটিকে পিয়ারের কাছে নিয়ে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো।

বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৈশাখী নিউজ/ ফাজা