উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট: December 8, 2020 |

অযথা বাস্তবায়ন মেয়াদ ও ব্যয় না বাড়িয়ে উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় তিনি এমন নির্দেশনা দেন। সভায় ৩ হাজার ৯০৩ কোটি টাকা ব্যয় মোট ৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এসময় ২ হাজার ২৪২ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা বড় করার পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। ২০২৫ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ণ হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরো দ্রুত হবে। সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর