বরিশালকে ২২১ রাণের লক্ষ্য দিয়েছে রাজশাহী

আপডেট: December 8, 2020 |

আনিসুল ইসলাম ইমন আর নাজমুল হোসেন শান্তের  ব্যাটিং তাণ্ডবে বরিশালের বিপক্ষে ২২০ রানের পাহাড় গড়েছে রাজশাহী।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন শান্ত-ইমন। উদ্বোধনীতে ১২.২ ওভার খেলে টুর্নামেন্টের রেকর্ড ১৩১ রানের জুটি গড়েন তারা। ৩৯ বলে সাত চার ও তিন ছক্কায় ৬৯ রান করে ফেরেন আনিসুল ইসলাম ইমন।

এরপর রনি তালুকদারের সঙ্গে ফের ৪৯ রানের জুটি গড়েন শান্ত। ১২ বলে ১৮ রান করে ফেরেন রনি। গোল্ডেন ডাক পান মাহদি হাসান।

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। তার করা ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ৯ বলে ১২ রান করা নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৪টি চার ও দৃষ্টিনন্দন ১১ ছক্কায় ১০৯ রান করেন রাজশাহীর অধিনায়ক শান্ত। টুর্নামেন্টের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন তিনি। ওই ওভারের তৃতীয় বলে কামরুল ইসলাম রাব্বির শিকার হন ফরহাদ রেজা। আর পঞ্চম বলে আউট হন সাইফউদ্দিন।

প্রথম তিন ওভারে ৩৯ রান খরচ করে সাফল্যহীন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি শেষ ওভারে ১০ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন। এছাড়া দুই উইকেট নেন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী: ২০ ওভারে ২২০/৭ (নাজমুল হোসেন শান্ত ১০৯, আনিসুল ইসলাম ৬৯; কামরুল ইসলাম ৪/৪৯)।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর