আজারবাইজানের বিজয় গৌরবময় : তুরস্কের প্রেসিডেন্ট

আপডেট: December 10, 2020 |

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কারাবাখ যুদ্ধে আজারবাইজানের বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন । দেশব্যাপী বিজয় উদযাপনে আজ বৃহস্পতিবার যে আয়োজন করা হয়েছে তাতে অংশ নেবেন এরদোগান।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ছয় সপ্তাহ ধরে আরমেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ চলে। এতে জয়ী হয় আজারবাইজানের সেনাবাহিনী। এ যুদ্ধে যেসব অস্ত্র আটক হয়েছে, সেসব দিয়ে তারা এরদোগানের আগমনের আগে মহড়া দেয়। আজ বৃহস্পতিবার বিশেষ আয়োজনে এ বিজয় উদযাপিত হচ্ছে। আগমনের পূর্বে এরদোগানের কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্য দিয়ে বন্ধু দেশের গৌরবময় এ বিজয় একসঙ্গে উদযাপনের সুযোগ তৈরি হলো।

আজারবাইজান সফরকালে এরদোগান সামরিক কুচকাওয়াজ ও প্রদশর্নীতে নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করবেন।

এ অঞ্চলে তুরস্ক তার নেতৃত্বমূলক ভূমিকা আরো বাড়াতে চায়। এ বিজয় ভূ-রাজনৈতিকভাবে এরদোগানের অবস্থানকে আরো জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: অ্যানাদোলু এজেন্সি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর