মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল ধনখড়

আপডেট: December 11, 2020 |

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘‌দয়া করে আগুন নিয়ে খেলবেন না। আপনি সংবিধান থেকে সরলে আমার দায়িত্ব শুরু হবে।’‌

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার গাড়ি বহরে হামলার ঘটনায় এ ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

এর আগে বৃহস্পতিবার তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তৃণমূলের লোকজনের হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।

সংবাদ সম্মেলনে রাজ্যপাল অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি, সব কিছুতেই রাজ্য সরকারের প্রশ্রয় রয়েছে।

ডায়মন্ড হারবারে জাসলার প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, ‘মানবাধিকার দিবসে এটা কী ঘটল রাজ্যে! বৃহত্ত‌ম গণতন্ত্রের দেশে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।  এই ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর। ডায়মন্ড হারবারের মতো ঘটনা যেন আর না ঘটে।’

এর আগে বৃহস্পতিবার এক সভা থেকে ‘চড্ডা, নড্ডা, ফড্ডা, ভড্ডা’ বলে বিজেপি সভাপতিকে কটাক্ষ করেন মমতা। এ সময় নড্ডার বহরে হামলাকে ‘‌ছোট ঘটনা’‌ বলে উল্লেখ করে মমতা বলেন, ‘‌তোমার পেছনে ৫০টা গাড়ি কেন যায়? তার মধ্যে বাইকের কনভয় আবার ৪০টা। তা হলে কে দেখছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? তার মানে কি প্ল্যান করা ছিল? গাড়ির কাচে ইট এসে পড়ছে। কিন্তু সেটা কে দেখল? ছবিটা কী করে তুলল, ভিডিওটাই বা হল কী করে?‌ ইউ আর সো স্মার্ট। মনে হচ্ছে স্যাটালাইট থেকে কাজ করছে’

সংবাদ সম্মেলনে বিজেপি নেতৃত্বকে বহিরাগত বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ধনখড়। তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কী করে এমন ভাষা প্রয়োগ করেন? ভারতীয়দেরই বহিরাগত বলছেন। বারবার সতর্ক করেছি তাকে। দয়া করে আগুন নিয়ে খেলবেন না। ভারত এক দেশ। এখানে সব নাগরিক সমান। আপনি সংবিধানচ্যুত হলে আমার দায়িত্ব শুরু হবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর