মেক্সিকো সিটিতে মানব খুলির দুর্গ’ থেকে আরও ১১৯টি মাথার খুলি উদ্ধার

আপডেট: December 12, 2020 |

দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ‘মানব খুলির দুর্গ’ থেকে আরও ১১৯টি মাথার খুলি উদ্ধার করেছে প্রত্নতাত্ত্বিক খননকারীরা।

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি (আইএনএএইচ) শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

তারা জানিয়েছেন, মাথার খুলিগুলো অ্যাজটেক সভ্যতাকালীন সময়ের। উদ্ধার হওয়া খুলির মধ্যে বেশ কিছু মহিলা ও শিশুদের।

২০১৫ সালে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে একটি ভবন পুনরুদ্ধারের সময় তিনটি ‘মানব খুলির’ মন্দিরের সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা।

চতুর্দশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে ওই দুর্গগুলো নির্মাণ করা হয়েছিল।

গবেষকদের ধারণা, এখান থেকে অ্যাজটেক দেবতাদের নামে নরবলি দেয়া হতো। নরবলির পর তাদের মাথার খুলি মন্দিরে সাজিয়ে রাখা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর