ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন

আপডেট: December 16, 2020 |

নির্বাচনের প্রায় দেড় মাস পর ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন। এ ছাড়া তিনি জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাননি। গত সোমবার ইলেকটোরাল কলেজের ভোটে নিজের বিজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর এই বক্তব্য দেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল প্রত্যাখ্যান করায় এবারের ইলেকটোরাল কলেজের ভোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে; যদিও প্রত্যাশিতভাবে সেই ভোটেও বাইডেনই জয়ী হন।

যুক্তরাষ্ট্রের ভোটাররা সাধারণত ইলেকটোরাল নির্বাচিত করে থাকেন। পরবর্তী সময়ে ইলেকটোররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থীদের ভোট দেন। ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন পান ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে ট্রাম্প পান ২৩২ ভোট।

গত সোমবার ইলেকটোরালদের ভোটে জয় নিশ্চিত হওয়ার পর নিজ শহর উইলমিংটন থেকে ভাষণ দেন বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিজের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।’ ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ও তাঁর মিত্ররা জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করেছেন, তাঁরা আইনের শাসনকে মেনে নিতে পারেননি এবং তাঁরা আমাদের শাসনতন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।’

করোনা মহামারির মধ্যেও ভোটকেন্দ্রে যাওয়ায় মার্কিন জনগণের প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, ‘প্রচণ্ড রাজনৈতিক চাপ ছিল; ভোটারদের আক্রমণ করে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে, এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু তার পরও মানুষ ভোট দিয়েছে।’

সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এ দেশে গণতন্ত্রের শিখা অনেক অনেক আগ থেকেই জ্বলছে। করোনা মহামারি কিংবা রাজনৈতিক হুমকি-ধমকি সেই শিখাকে ম্রিয়মাণ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিজেকে আবার সত্য ও শক্তিশালী হিসেবে প্রমাণ করেছে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। শুরু থেকেই কারচুপির অভিযোগ তুলে আসছেন তিনি। সূত্র : এএফপি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর