এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান ভাসাচ্ছে তুরস্ক

আপডেট: December 16, 2020 |

আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতির পর এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে তুরস্ক। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) প্রথমবারের মতো এমন নৌযানের একটি মডেল প্রদর্শন করেছে দেশটি। আঙ্কারাভিত্তিক মেটেকসান ডিফেন্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে আরেস শিপইয়ার্ড। এর নাম দেওয়া হয়েছে সিডা (SIDA)। আরেস শিপইয়ার্ডের সিইও উটকু আলেঞ্চ জানিয়েছেন, এ মাসের শেষ দিকে এটি পানিতে নামানো হবে। খবর আনাদলু এজেন্সি’র।

তিনি বলেন, আগামী মার্চে এই নৌযান থেকে গাইডেড মিসাইলের ফায়ারিং টেস্ট করা হবে। মিসাইলগুলো তৈরি করবে তুরস্কেরই রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোকেটসান। সিডা ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার (৪০ মাইল) গতিতে ছুটতে পারবে। এর রেঞ্জও হবে ব্যাপক, ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল)। দিন এবং রাতে সমানভাবে কার্যকরী হবে এটি।

আলেঞ্চ জানান, প্রাথমিকভাবে এটি এজিয়ান এবং ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য জিডাইন করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যও এটি দারুণ কার্যকরী হবে বলে জানান তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর