ফরাসি প্রেসিডেন্টের লেবানন সফর বাতিল

আপডেট: December 19, 2020 |

রাষ্ট্রীয় নেতাদের ছাড়ছে না করোনাভাইরাস। বরিস জনসন, ডোনাল্ড ট্রাম্পের পরে এবার করোনা কাবু করে ফেলল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে। বৃহস্পতিবার তার করোনা ধরা পড়েছে বলে মাক্রোঁর দফতর সূত্রে জানানো হয়েছে।

এ-ও জানানো হয়েছে, আপাতত এক সপ্তাহের জন্য নিভৃতবাসেই থাকবেন তিনি। এবং সেখান থেকেই কাজকর্ম চালিয়ে যাবেন। এর ফলে বাতিল হয়ে গেল মাক্রোঁর লেবানন সফর। পরের সপ্তাহে লেবানন সফরে যেতেন তিনি। আগস্টে বৈরুত বন্দরে বিস্ফোরণ হয়েছিল। তার পরে মাক্রোঁর লেবানন সফর রাজনৈতিক সমীকরণের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

কোভিড-যুদ্ধে লড়ার জন্য ফ্রান্সে এখনও রাত ৮টা থেকে সারা রাত কার্ফু জারি থাকে। ক্রিসমাসের মুখেও বন্ধ থাকছে সে দেশের রেস্তোরাঁ, কাফেটেরিয়া, থিয়েটার এবং সিনেমা হল। এই পরিস্থিতিতে মাক্রোঁর করোনা আক্রান্তের ঘটনা। সূত্র : জি নিউজ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর