‘উন্নয়ন চায় না বলেই সরকারকে বিষাদগার বিএনপির’

আপডেট: December 19, 2020 |
print news

গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে বেতারের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে, আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তথ্যমন্ত্রী। এসময় বাংলাদেশ বেতারের মোবাইলের অ্যাপস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতার এর অনুষ্ঠান দেশব্যাপী সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

তরুণ জনগোষ্ঠীর জন্য আরো বেশি অনুষ্ঠান নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বেতারকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।

এসময় দেশের উন্নয়নে বিশ্বাস করেনা বলেই সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষাদগার করছে বিএনপি এমন অভিযোগ করেন হাছান মাহমুদ। মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতেও দলটির প্রতি আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর