পুঁজিবাজারে সব ধরনের সূচক ঊর্ধ্বমুখী ছিল আজ

আপডেট: December 23, 2020 |

পুঁজিবাজারে বুধবার (২৩ ডিসেম্বর) লেনদেনে বড় ধরনের উত্থান ঘটেছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখী।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি শেয়ারের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪৪ পয়েন্টে।  সিএসই ৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকা।

 

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর