বনানী কবরস্থানে মায়ের কবরে চিরশায়িত হয়েছেন অভিনেতা আব্দুল কাদের

সময়: 8:11 pm - December 26, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরশায়িত হয়েছেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের।

শনিবার (২৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে তার দাফনকার্য সম্পন্ন হয়েছে।

এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

কাদেরের ছেলে শফিউল আজম  জানান, আব্দুল কাদেরের শেষ ইচ্ছা অনুযায়ী  তার মায়ের কবরেই তাকে দাফন করা হয়েছে।

বনানী কবরস্থানে নেওয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের মরদেহ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্যাভিনেতা আব্দুল কাদের শ্রদ্ধানুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

এর আগে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল কাদের। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।

 

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর