মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর দীঘির আবেগঘন ষ্ট্যাটাস

আপডেট: December 29, 2020 |

শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় অভিনয় করে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই দীঘি এখন সিনেমার নায়িকা। ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে।

ছোটবেলায় মায়ের হাত ধরে শুটিংয়ের সেটে যেতেন দীঘি। কিন্তু ২০১১ সালে তার মা মারা যাওয়ার পর, কয়েকটি সিনেমার কাজ করেই বিরতিতে যান সবার প্রিয় দীঘি।

৮ বছর পর চলতি বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন দীঘি।

দীঘির মা দোয়েল ছিলেন বড়পর্দার নায়িকা। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’সহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

মঙ্গলবার দীঘির মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে পড়েন দীঘি।

ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে দীঘি লেখেন, আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। ৯ বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। সবাইকে অনুরোধ করছি, আমার মায়ের জন্য দোয়া করুন।

১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন দোয়েল। এতে তার সহশিল্পী ছিলেন রাজ্জাক। দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’। এতে তার স্বামী সুব্রত ও মেয়ে দীঘিও অভিনয় করেন। প্রায় একশরও বেশি সিনেমায় দোয়েল অভিনয় করেছেন।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর