টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন উমেশ যাদব

আপডেট: January 1, 2021 |

চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন উমেশ যাদব। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কাফ মাসলে চোট পান তিনি। সেই চোটের জন্যই তাঁকে ছিটকে যেতে হল দল থেকে।

৩৩ বছরের এই পেসার বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে চোটের কারণে মাঠ ছাড়ার আগে অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নসকে ফিরিয়ে দেন তিনি। তৃতীয় দিন সকালে মাত্র ১৩ বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন উমেশ। কাফ মাসলে চোট পাওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতেই ভারতের উদ্দেশে রওনা হন উমেশ। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করবেন তিনি। ইংল্যান্ড সিরিজের আগে সুস্থ হওয়াই লক্ষ্য উমেশের।
এদিকে, চোটের জন্য মোহম্মদ সামির পর আরও এক পেসারকে এই সিরিজে হারাল ভারত। সামির বদলে বক্সিং ডে টেস্টে মাঠে নামেন মোহম্মদ সিরাজ। তাঁর বোলিং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর