কক্সবাজারে যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুর্বৃত্তদের গুলিতে নিহত

আপডেট: January 1, 2021 |

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. উসমান শিকদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়।

উসমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে এবং সাবরাং ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
নিহত উসমানের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সালিশ করতে গিয়ে এক পক্ষের রোষানলে পড়েন উসমান। এ ঘটনার জের ধরে সাবরাং নয়াপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলে কেফায়েত উল্লাহ অতর্কিতভাবে উসমানের ওপর হামলা করেন। এ ঘটনায় উসমান বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর কয়েকদিন পর ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে উসমানকে গুলি করে হত্যা করা হয়। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। উসমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর