খেলাধুলায় শিক্ষার্থীরা জড়িত থাকলে তারা বিপথে যাবে না : কৃষিমন্ত্রী

সময়: 3:56 pm - January 2, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। তাহলে তারা বিভিন্ন বিপথে যাওয়া থেকে রক্ষা পাবে। সুস্থ্য বিনোদন খেলাধুলার কোন বিকল্প নাই। এর মাধ্যমে সুস্থ চিন্তা-চেতনার বিকাশ ঘটে। এদেশের অনেক ছেলে-মেয়ে বিপথে পরিচালিত হয়। তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নানা অপকর্মে জড়িয়ে পড়ে। তিনি বলেন, খেলাধুলাসহ এ রকম সুস্থ বিনোদনে ছেলে-মেয়েরা জড়িত থাকলে নির্মল আনন্দ পাওয়ায় সাথে সাথে তাদের মন প্রফুল্ল থাকবে। তারা ভাল কাজে মন দিবে। তারা বিপথে যাবে না।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হা ডু ডু প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। এ সময় এই প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সোহরাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সরকার ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর