সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এলজিআরডি মন্ত্রী

আপডেট: January 3, 2021 |
print news

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৩ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করেন তিনি।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন।  সব লোভ লালসার ঊর্ধ্বে উঠে তিনি নীতি-নৈতিকতার সাথে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারা জীবন।

নিজের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাবেক এই মন্ত্রী কখনো অবহেলা করেনি উল্লেখ করে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম অনুকরণীয় হয়ে থাকবেন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর