‘সীমানার মধ্যে স্থাপনা উচ্ছেদ করতে পিছপা হবেনা ডিএনসিসি’

আপডেট: January 4, 2021 |

খালের সীমানার মধ্যে যেকোন স্থাপনা উচ্ছেদ করতে পিছু হটবে না ডিএনসিসি। উদ্ধারের দুই ঘন্টা পর এসে আবারো দখলের সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার (৪ঠা জানুয়ারি) সকাল এগারোটায় ইব্রাহিমপুর খাল উদ্ধার অভিযানে এমন হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র আতিকুল বলেন, জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে। পানি প্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। উচ্ছেদের পর পাড় বাঁধাই করে খালের পাড়ে গাছ লাগানো হবে।

মেয়র বলেন, প্রয়োজনে সাইকেল চলাচলের পথ তৈরি করা হবে। খালের আশপাশের অবৈধ স্থাপনা, দোকানপাট, বহুতল ভবন উচ্ছেদ করা হয়। সেইসঙ্গে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে উত্তর সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, খালের পাশে ‍সিএস দাগ দেখে জায়গা নির্ধারন তরে দিবে ডিসি অফিসের সাথে আমার এ রকমই কথা হয়েছে। কাজ শুরু করে দিয়েছি অলরেডি। সীমানার মধ্যে স্থাপনা উচ্ছেদ করতে পিছপা হবেনা ডিএনসিসি। যত ক্ষমতাবানই এর থাকুক না কেন, কোন রকম ছাড় বা দয়া করা হবে না।

Share Now

এই বিভাগের আরও খবর