‘খাল বা রাস্তার সরকারি জায়গা দখলমুক্ত করা হবে’

সময়: 10:29 pm - January 5, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

সব ধরনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

উত্তর সিটির মেয়র জানান, খাল অথবা রাস্তা যেখানেই হোক সরকারি জায়গা দখলমুক্ত করা হবে। মঙ্গলবার ডিএনসিসির উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ভাসানটেক বাজার রোডে অবৈধভাবে গড়ে তোলা বহুতল ভবন ভেঙ্গে দেয় রাজউক। ভাসানটেক বাজার রোডে রাজউকের নকশা বর্হিভূত ২০ ফুটের রাস্তা দখল করে বহুতল ভবন গড়ে তোলা হয়।

ডিএনসিসির সহযোগিতায় রাজউক তাদের নকশা দেখে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় মেয়র বলেন, ‘জনগণের ভোগান্তি কমাতে রাস্তা প্রশস্ত করা হবে। তার আগে সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদ করবে ডিএনসিসি।’
রাজনৈতিক প্রভাব খাটানোর কোনও সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার জনগণকে নিয়ে কাজ করা হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর