বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১৯ লাখ ছাড়াল

আপডেট: January 8, 2021 |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৮৫ লাখের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে ১৯ লাখ ৬ হাজার ৬৯৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৪ লাখ ৯৯ হাজারের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৬ কোটি ৩৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১৪ হাজার ৬৭০ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২১ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮০ লাখের কাছাকাছি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর