বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক অধিদপ্তর

সময়: 8:05 pm - January 8, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

৮ জানুয়ারি ‘বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। দীর্ঘ ৯ মাস পাকিস্তানের মিলানওয়ালী কারাগারে থাকার পর ১৯৭২ সালের এই দিনে মুক্তি পান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এগুলো ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো, অন্যান্য জিপিও ও প্রধান পোস্ট অফিস থেকে সংগ্রহ করা যাবে।

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের ইতিহাসের অবিচ্ছেদ‌্য অধ্যায়। বাঙালির হাজার বছরের ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেশিরভাগ সময় কারাগারে কাটাতে হয়েছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় তার আপোশহীন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।’

বঙ্গবন্ধুর কারামুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিশিবির থেকে মুক্তি লাভ করেন। এরপর থেকেই দিনটি বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা চলাকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে তাকে পাকিস্তানের মিলানওয়ালী কারাগারে রাখা হয়। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন। সাড়ে ৭ কোটি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতার আনন্দে পূর্ণতা ছিল না। পরে আন্তর্জাতিক চাপ ও বিশ্বনেতাদের তীব্র সমালোচনার মুখে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়।’

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর