মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

আপডেট: January 9, 2021 |

ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসক ও নার্সরা বেরিয়ে আসতে পারলেও অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) গভীররাতে মহারাষ্ট্রের ভান্ডারি জেলার সরকারি ওই হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রণব কান্ডাতে জানান, ‘হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। শনিবার রাতে হঠাৎই এক নার্স সেই ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখেন। এরপরই দুর্ঘটনার আভাস পান তারা।’

তিনি জানান, ‘শিশুদের ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখে ডিউটিতে থাকা নার্সরা তখনই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর সেখানে পৌঁছায় দমকলবাহিনীও। হাসপাতালের কর্মীদের নিয়েই উদ্ধারকাজ শুরু করেন তারা। শিশু বিভাগ থেকে ৭ জনকে উদ্ধার করা গেলেও প্রাণ হারায় বাকি ১০ জন।’

এদিকে সরকারি জেলা হাসপাতালের এই ঘটনায় শোকাহত পরিবার অভিযোগের আঙুল তুলেছিলে রাজ্য প্রশাসনের দিকেই। এই ঘটনার পরই হাসপাতালের তদন্তের দাবি জানিয়ে জমায়েত শুরু করেছে জনতা। হাসপাতালের অবহেলাকেই দায়ী করছেন তারা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর