ফেইক আইডি’র বিভ্রান্তিতে ফ্যাশন ডিজাইনার ‘সোনিয়া সনি’


পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। এছাড়াও পরিচিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাশন ডিজাইনার ‘সোনিয়া সনি’ ফেক আইডির কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন।
এ বিষয়ে সোনিয়া সনি জানান, তার নামে একাধিক ফেসবুক আইডি খুলে কোন প্রতারক চক্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এতে আমি পারিবারিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।এ নিয়ে থানায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করেছি।
তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় মেয়ে সেলিব্রিটি, মেয়ে রাজনীতিবীদ, ব্যাবসায়ী সহ সুপ্রতিষ্ঠিত অনেক মেয়েদের নাম, পরিচয়, ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা এবং মিথ্যা অপপ্রচার করা যে হারে বেড়েছে তা আশংকাজনক। অনেকের ফেসবুক আইডি হ্যাক করেও বিভ্রান্তি সৃষ্টি করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করা হচ্ছে।
উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনি স্কুল জীবন থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর ভীষণ আগ্রহী ছিলেন। প্রফেশনালি কাজ করছেন বিগত আট বছর ধরে। তিনি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ফ্যাশন বিষয়ক ব্রান্ড প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন। করেছেন এবং করছেন ফিল্মের কস্টিউম ডিজাইনের কাজও। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ইতোমধ্যে দেশে নানা অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি তিনি আরব আমিরাতের একটি বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় লাভ করেছেন ‘মিস/মিসেস ইন্টারন্যাশনাল উইম্যান অব সাবস্ট্যান্স ২০২৩’ এ বেস্ট ফ্যাশন ডিজাইনারের অ্যাওয়ার্ড।
ফাশন ডিজাইনার সোনিয়া সনি’র নিজস্ব ব্র্যান্ডের নাম ‘সনি’স ফিউশন’ ও ‘সোনিয়া সনি’।তার পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুর রহমান। তার মায়ের নাম নাজমা রহমান।