মিয়ানমারের আন্তরিকতার অভাব রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: January 10, 2021 |

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের আন্তরিকতা কম বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘মিয়ানমার বার বার বলছে, রোহিঙ্গাদের নিয়ে যাবে ভেরিফেকশন করার পর। তারা কখনও বলেনি নেবে না। আমরা বলেছি, নিয়ে যাও তবে অবশ্যই সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা অঙ্গীকার করেছে- নিয়ে যাবে। কিন্তু এরপরও আজ প্রায় সাড়ে ৩ বছরে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। কারণ তাদের মধ্যে আন্তরিকতার অভাব।’

রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলামের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গারা আসার পর থেকে তাদের ফেরাতে সরকারের যেসব উদ্যোগ, তা ইতিহাস সৃষ্টি করেছে। রোহিঙ্গা ফেরাতে শুরু থেকে এখনও সরকারের পররাষ্ট্রনীতি চালকের আসনে রয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর