আল-কায়দার নতুন ঘাঁটি ইরান: পম্পেও

আপডেট: January 13, 2021 |

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতির মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বললেন, জঙ্গি গোষ্ঠী আল কায়দার নতুন ঘাঁটি ইরান। কোনরকম প্রমাণ ছাড়াই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেসক্লাবে দেওয়া এক ভাষণে এমনটি বলেছেন তিনি।

মাইক পম্পেও বলেন, আল-কায়দা নতুন ঘাঁটি পেয়েছে। সেটি হলো ইরান।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। একটি টুইট বার্তায় তিনি বলেন , পম্পেও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা বলছেন।

এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, পম্পেওর এমন বক্তব্য ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের ইচ্ছাকে উস্কে দিতে পারে। মার্কিন আইন অনুযায়ী, আল-কায়দার বিরুদ্ধে বিশ্বের যে কোনো জায়গায় অভিযান চালাতে পারবে যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর