অভিনেতা রোশান, বাবার ওপর হামলার বিচার চান

ঢালিউড অভিনেতা জিয়াউল রোশানের বাবা নুরুল হক ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোশান বুধবার রাতে ফেসবুকে লাইভে এসে ঘটনার বর্ণনা করে ন্যক্কারজনক এ হামলার বিচার চান। রোশানের বাবা নুরুল হক ভূঁইয়া আওয়ামী লীগ থেকে আখাউড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র কাজল।

রোশান বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে বলেন, নৌকা প্রতীক পেয়ে কাজলের লোকজন আমার বাবার ওপর হামলা চালায়। রোশান বলেন, বর্তমান মেয়রের আশ্রয়ে থাকা দেবগ্রামের মধ্যপাড়ার কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লা আমার বাবার ওপর ন্যক্কারজনকভাবে হামলা চালায়। আমার বাবা ছিলেন সড়ক বাজার মায়াবী সিনেমা হল প্রাঙ্গণ এলাকায়। ওরা নৌকা প্রতীক পেয়ে বিজয় মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় ১১ মামলায় থাকা সোহাগ মোল্লার নেতৃত্বে আমার বাবার ওপর হামলা চালানো হয়। তারা আমার বাবাকে বেশ কয়েকবার আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

রোশান বলেন, আমার বাবা আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও পৌরসভার দুবারের মেয়র।

বৈশাখী নিউজএপি