করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ২০ লাখ ছাড়ালো

সময়: 1:10 pm - January 15, 2021 | | পঠিত হয়েছে: 5 বার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২০ লাখ ছাড়ালো মোট প্রাণহানি। গেলো ২৪ ঘণ্টায়ও মৃত্যুবরণ করেছেন ১৫ হাজারের বেশি মানুষ। নতুনভাবে পৌণে ৮ লাখ মানুষের শরীরে শনাক্ত হলো, কোভিড নাইনটিন। এখন পর্যন্ত, বিশ্বে সংক্রমিত ৯ কোটি ৩৫ লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার, শুধু যুক্তরাষ্ট্রেই ৪ হাজার মানুষের মৃত্যুতে, দেশটির মোট প্রাণহানি চার লাখের কাছাকাছি। এদিন, করোনাভাইরাসে ১২শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন ও মেক্সিকো। এছাড়া, ১১শ’র মতো মানুষ মৃত্যুবরণ করেছেন ব্রাজিল ও জার্মানিতে।

এদিন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, রাশিয়া সাড়ে ৫শ’ থেকে ৭ শতাধিক মৃত্যু রেকর্ড করেছে করোনাভাইরাসে। ভারতে দৈনিক মৃত্যুহার দুশো’র নীচে নামলেও, দেশটির মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর