যুক্তরাজ্যে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য রাখবেন অমর্ত্য সেন

আপডেট: January 16, 2021 |
print news

মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু অ্যান্ড ভিশনস অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য রাখবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

আগামী ২৭ জানুয়ারি যৌথ ভাবে এই সেমিনারের আয়োজন করেছে লন্ডন স্কুল অব ইকোনোমিকসের সাউথ এশিয়া সেন্টার ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

ভার্চ্যুয়ালি আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখবেন- সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রহমান সোবহান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, লন্ডন স্কুল অব ইকোনোমিকসের সাউথ এশিয়া সেন্টারের পরিচালক ডেম মিনোচে শফিক ও অধ্যাপক আলনুর ভিমানি।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর