৭০তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে করোনায় দম্পতির মৃত্যু

আপডেট: January 23, 2021 |

৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন ডিক মিক (৯০) এবং শার্লি মিক (৮৭)। এর কয়েকদিন পরই করোনা এসে আলাদা করে দিয়েছে তাদের। কয়েক সপ্তাহের মাথায়ই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাতে হাত রেখে কয়েক মিনিটের ব্যবধানে প্রাণ হারান স্বামী-স্ত্রী। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিওতে।

খবরে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর ডিক এবং শার্লি তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তির পর আলাদা আলাদা রুমে রাখা হলেও পরিবারের অনুরোধে তাদেরকে এক রুমে এনে রাখা হয়।

ডিক এবং শার্লির মেয়ে ডেবি হাওয়েল জানান, প্রথমে আমার মা মারা যান। তারা একজন আরেকজনের হাত ধরে ছিলেন। মা মারা যাওয়ার পরে নার্স তার মাথা বাবার কাঁধে রাখেন। এর কিছুক্ষণ পরেই বাবার মৃত্যু হয়।

ডেবি আরও বলেন, আমি আশা করছি আমার বাবা-মায়ের এই ঘটনা মানুষকে কোভিড-১৯ গুরুত্বের সঙ্গে নিতে বাধ্য করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর