অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

সময়: 7:22 pm - January 24, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

এ তথ্য নিশ্চিত করেছেন সলিসিটর রুনা নাহিদ আকতার। এ বিষয়ে রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রলালয়ের আইন ও বিচার বিভাগ।

২০০৯ সাল থেকে দায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭  সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বারের সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

পরে ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। ১৮ অক্টোবর তাদের পদত্যাগত্র গ্রহণ করা হয়। প্রায় সাড়ে তিন মাস পর রোববার ওই শূন্য পদে নিয়োগ দেওয়া হল।

নিয়োগপ্রাপ্ত আইনজীবী  শেখ মোহাম্মদ মোরশেদ জানান, রোববার নিয়োগপত্র পেয়েছি। শিগগিরই যোগদান করব।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর