লকডাউনের বছর পেরিয়ে ছন্দে উহান

সময়: 9:08 am - January 25, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

করোনাভাইরাসে থাবা ক্রমশ হালকা হওয়ার স্বস্তি। পাশাপাশি সংক্রমণ ফিরে আসার আশঙ্কায় সতর্কতা-এই দুই নিয়েই লকডাউনের এক বছর পেরোলো চীনের উহান শহর। চীনের হুবেইয়ের এই প্রদেশটিকেই করোনা সংক্রমণের কেন্দ্র বলে জানে পুরো বিশ্ব।

এক বছর আগে ২৩ জানুয়ারি এই উহানই সেখানকার বাসিন্দাদের লকডাউনে থাকার নির্দেশ দিয়ে চমকে দিয়েছিল সবাইকে, যা ধীরে ধীরে অনুসরণ করতে হয় গোটা বিশ্বকেই।

করোনার ধাক্কায় বিশ্বের বহু দেশে লকডাউন ফিরে এলেও এক বছর আগের সেই লকডাউনে থাকা উহান এখন দিব্যি জমজমাট। রাস্তাঘাটে গাড়ির আওয়াজ, যানজট, যাত্রী ঠাসা গণপরিবহন, পার্কগুলো দেখে বোঝার উপায় নেই এই সেই উহান।

তবে চীনের সর্বত্র ছবিটা এক নয়। দেশের বহু জায়গাতেই স্থানীয়ভাবে সংক্রমণ এতই বেড়েছে যে ফিরে এসেছে লকডাউন। বেজিংয়ের বহু জায়গায় চলছে গণ-করোনা পরীক্ষা। তবে সংক্রমণ বাড়ায় লকডাউন জারি করেছে হংকং সরকার।

এদিকে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯৭‌ লাখ ৬৮ হাজার ২১৩ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ২১ লাখ ৩৮ হাজার ৯৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৪০ জন। সূত্র : সিএনএন

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর