বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে

সময়: 6:01 pm - January 25, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রাপ্তরা হলেন-

১.    কবিতা-মুহাম্মদ সামাদ

২.    কথাসাহিত্য- ইমতিয়ার শামীম

৩.    প্রবন্ধ/গবেষণা- বেগম আকতার কামাল

৪.    অনুবাদ- সুরেশরঞ্জন বসাক

৫.    নাটক- রবিউল আলম

৬.    শিশুসাহিত্য- আনজীর লিটন

৭.    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- সাহিদা বেগম

৮.    বিজ্ঞান/কল্পবিজ্ঞান- অপরেশ বন্দ্যোপাধ্যায়

৯.    আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী-  ফেরদৌসী মজুমদার

১০.    ফোকলোর- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর