করোনায় আক্রান্ত লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিম

আপডেট: January 27, 2021 |

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিম। মেক্সিকোর ৮০ বছর বয়সী এ টেলিকম ধনকুবের এখন ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে।

গত সোমবার (২৫ জানুয়ারী) টুইটে স্লিমের ছেলে কার্লোস স্লিম দোমিত জানিয়েছেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাবার কোভিড-১৯-এর মৃদু উপসর্গ থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশান ফর ক্লিনিকাল অ্যানালাইসিস বাবাকে দেখাশোনা করছে।

মেক্সিকোর এ ধনকুবের ও তার পরিবার দেশটির সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোভিলের নিয়ন্ত্রক। তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক পাঁচ হাজার ২০০ কোটি ডলার বলে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের তথ্যে ধারণা দেওয়া হয়েছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর