অ্যালবিওনকে গোল বন্যায় ভাসিয়ে শীর্ষে ম্যানসিটি

সময়: 10:54 am - January 27, 2021 | | পঠিত হয়েছে: 1 বার

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে গোলবন্যায় ভাসিয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এ দিন জোড়া গোলের দেখা পেয়েছে ইলকাই গিনদোয়ান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে ওয়েস্ট ব্রমউইচের মাঠে ৫-০ ব্যবধানে জিতেছে সিটি। গোল উৎসবের রাতে ইলকাই গিনদোয়ানের দুটি ছাড়াও একটি করে গোল করেছেন কানসেলো, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং। প্রথম ৩০ মিনিটে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন ছন্দে থাকা গিনদোয়ান। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো উঁচু শটে বল জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। বের্নার্দো সিলভার কাটব্যাক বক্সের মুখে ধরে জোড়ালো শটে বল জালে পাঠান। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

৩০তম মিনিটে ঠান্ডা মাথায় স্কোরলাইন ৩-০ করেন গিনদোয়ান। এই জোড়া গোলের সুবাদে প্রিমিয়ার লিগের শেষ আট ম্যাচে সাত গোল হলো তার। বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন রিয়াদ মাহরেজ।

৪-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটি বিরতির পর আরও এগিয়ে যায়। ম্যাচের ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচের জালে শেষ গোলটি করেন রাহিম স্টার্লিং।

১৯ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৪১। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০। তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮। এক ম্যাচ বেশি খেলা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর