দেশের জন্য নতুন করে কাজ করার সুযোগ আসায় দারুণ উচ্ছ্বসিত : আব্দুর রাজ্জাক

আপডেট: January 27, 2021 |

বুধবার জাতীয় নির্বাচক পদে দায়িত্ব পাওয়া আব্দুর রাজ্জাক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সততার সঙ্গে পালন করবেন। পাশাপাশি দেশের জন্য নতুন করে কাজ করার সুযোগ আসায় দারুণ উচ্ছ্বসিত তিনি।

প্রায় তিন বছর পর নির্বাচক প্যানেল বড় করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৭ সালের আগস্টে তিন সদস্যের প্যানেল থেকে দায়িত্ব ছাড়েন সাজ্জাদ আহমেদ শিপন। এরপর মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গী হয়ে এবার রাজ্জাক কাজ করবেন।

রাজ্জাক বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার মতো একটি খবর। নিশ্চয়ই আমারও খুব ভালো লাগছে। দেশের জন্য নতুন করে কাজ করার যে সুযোটা এসেছে এটা অবশ্যই আমার জন্য বড় একটা প্রাপ্তি।’

২০ বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন রাজ্জাক। তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলে খেলেছেন দুইশ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম ওয়ানডেতে দুইশ উইকেট পেয়েছেন তিনিই। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় এখনও তিনি ধরা ছোঁয়ার বাইরে। ৬৩৪ উইকেট নিয়ে রয়েছেন চূড়ায়।

নির্বাচক পদে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাওয়ার কথা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় হিসেবে অবসরের বিষয়ে কিছু ভাবতে পারছেন না রাজ্জাক, ‘বোর্ডের সঙ্গে এখনও আমার আনুষ্ঠানিক কথা হয়নি। সামনেই সেই সুযোগটি আসবে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেবো।’
তবে তার কাজ করার ধরন কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি, ‘দল নির্বাচনের ক্ষেত্রে বা কারও সম্পর্কে মতামত দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সততার সঙ্গে আমার মতামতটা দেওয়ার চেষ্টা করবো। নিঃসন্দেহে এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ হবে আমার জন্য। দেশকে আরও কিছু দেওয়ার সুযোগ হয়েছে আমার। সেই দায়িত্বটাই আমি পালন করার চেষ্টা করবো। যাতে করে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হতে পারে।’

বৈশাখী নিউজফাজা

 

Share Now

এই বিভাগের আরও খবর