ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

সময়: 10:47 am - January 28, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

আবারও এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে ইসরাইলের সেনাবাহিনীর বিরুদ্ধে। দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

তবে ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আতাল্লাহ রাইয়ান নামের ১৭ বছর বয়সী কিশোর একটি ইহুদি বসতির কাছে পাহারারত সেনাদের হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে চড়াও হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম তীরে আরিয়েলে ইহুদি বসতির কাছে যেসব সেনা মোতায়েন রয়েছে, আতাল্লাহ রাইয়ান তাদের ওপর ছোরা হাতে হামলে পড়ার চেষ্টা করছিল। সেনারা টের পেয়ে তাকে গুলি করে। এতে মারা যায় ওই কিশোর।

একই সঙ্গে একটি ভিডিও চিত্রে দেখা গেছে, সিপিএল-এল নামে শনাক্তকৃত একজন নারী সেনা বলছেন, তিনি ডিউটিতে ছিলেন। এমন সময় ছোরা হাতে একজন ফিলিস্তিনি তার ওপর ঝাঁফিয়ে পড়ে ছুরিকাঘাত করার চেষ্টা চালায়। তিনি আরও বলেন, এরপর আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করি। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। কিন্তু এরপরও সে আমাকে আঘাত করার চেষ্টা করলে আমি তাকে বন্দুক দিয়ে প্রতিহত করার চেষ্টা করি। এমন সময় আমার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে গুলি করলে মারা যায় ছেলেটি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর